Web Analytics

আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়নের মহাসচিব আলী আল-কারদাঘি শুক্রবার মুসলিমদের উদ্দেশ্যে জারি করা এক ফতোয়ায় সব মুসলিম দেশকে ‘ইসরায়েলী গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার’ আহ্বান জানিয়েছেন। ১৫ দফা–সংবলিত ওই ফরমানে আলী আর কারদাঘি বলেন, ‘গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধে আরব ও ইসলামিক সরকারগুলো ব্যর্থ হলে তা ইসলামিক আইন অনুযায়ী আমাদের নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে বড় অপরাধ বলে গণ্য হবে। গাজার মুসলমানদের নির্মূলে কাজ করা কাফের শত্রুকে সমর্থন করা নিষিদ্ধ।‌ আরও বলেন, *এদের কাছে অস্ত্র বিক্রি করা অথবা স্থল, জল বা আকাশপথে সুয়েজ খাল, বাব এল-মান্দেব ও হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিক জলসীমা বা বন্দরের মাধ্যমে তাদের পরিবহনকে সহায়তা করা নিষিদ্ধ।" তার এ ফতোয়াকে সমর্থন জানিয়েছেন আরও ১৪ জন ইসলামিক ব্যক্তিত্ব।

06 Apr 25 1NOJOR.COM

ইসরাইলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়নের ফতোয়া জারি

নিউজ সোর্স

ইসরাইলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়নের ফতোয়া জারি

বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরাইলের বিরুদ্ধে ‘জিহাদ’ করার আহ্বান জানিয়ে একটি বিরল ‘ফতোয়া’ জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম আলেম।