পাকিস্তানের অভিযোগ: সন্ত্রাসী সংগঠনগুলো আফগানিস্তান থেকে কার্যক্রম চালাচ্ছে
পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে (ইউএনএসসি) সতর্ক করে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ধীরে ধীরে আঞ্চলিক জঙ্গিগোষ্ঠীগুলোর জন্য একটি ছাতার সংগঠনে পরিণত হচ্ছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষ টিটিপির সীমান্তপারের সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে সরাসরি সহযোগিতাও করছে।