এই সরকার ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে: টুকু
অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নির্বাচনের দাবি কিন্ত বাংলাদেশের আপামর জনসাধারণের। মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এ দেশের মানুষ ও জনগণ করেছে। জনগণের গণতন্ত্রের যে আকাঙক্ষা, এই সরকার দ্রুত পূরণ করবে। টুকু বলেন, "আমরা দলের পক্ষ থেকে সব সময়ই দাবি জানিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে। আমরা এই সরকারকে সহযাগিতা করে যাচ্ছি। এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এ সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে।" ফ্যাসিস্টদের ষড়যন্ত্রও ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার কথা বলেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।