ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার পর নৌযানটিতে ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী। খবর আল জাজিরার।
ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে শনিবার একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এতে জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (UKMTO) কেন্দ্র। হামলাটি এডেন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে ঘটে। ক্যামেরুনের পতাকাবাহী এই জাহাজটি ওমানের সোহার থেকে জিবুতির পথে যাচ্ছিল। সমুদ্র নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, ইয়েমেনের আহওয়ার উপকূল থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানকালে জাহাজটি জরুরি সহায়তার বার্তা পাঠায়। উদ্ধার অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। যদিও এখনো হুথি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেনি, সাম্প্রতিক সময়ে তারা লোহিত সাগরে ইসরাইল ও তার সহযোগী জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে আসছে। অ্যামব্রে জানিয়েছে, আক্রান্ত জাহাজটি হুথিদের সাধারণ লক্ষ্যবস্তু তালিকায় ছিল না। হামলার উৎস ও কারণ তদন্তাধীন রয়েছে।
ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে
ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার পর নৌযানটিতে ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী। খবর আল জাজিরার।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।