রিখটার স্কেলে ৩.৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প আজ সকালে নরসিংদীর পলাশে রেকর্ড করা হয়েছে, যা শুক্রবারের ভূমিকম্পের আফটারশক বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা কেন্দ্র। কর্মকর্তারা জানান, ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে জোন-১ উচ্চঝুঁকিপূর্ণ, যেখানে সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও রাঙামাটির কিছু এলাকা রয়েছে। জোন-২ মাঝারি ঝুঁকিপূর্ণ এবং জোন-৩, যেমন খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী, তুলনামূলকভাবে নিরাপদ। ১৯৭৬ থেকে ২০১৫ সালের মধ্যে দেশে অন্তত পাঁচবার বড় ভূমিকম্প অনুভূত হয়েছে, যার বেশিরভাগের উৎপত্তি সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার এলাকায়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এসব অঞ্চলে ফল্ট লাইন ও টেকটোনিক সীমার কারণে ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।