Web Analytics

রোববার সকালে সিলেটে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া রেলপথের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। স্টেশনমাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে ফেঞ্চুগঞ্জের মোমিনছড়া চা বাগান এলাকায় আসতেই ইঞ্জিনের পেছন থেকে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ৯টায় ওই ট্রেনের সঙ্গে পেছনের ১১টি বগি জোড়া লাগিয়ে দেওয়ার পর ভাটেরা রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

13 Apr 25 1NOJOR.COM

চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেল কালনী এক্সপ্রেস ট্রেনের ১১ বগি, হতাহতের পাওয়া যায়নি

নিউজ সোর্স

চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেল কালনী এক্সপ্রেস ট্রেনের ১১ বগি, হতাহতের পাওয়া যায়নি

সিলেটে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল সোয়া ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া রেলপথের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।