মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেছে জাহাজ
চাঁদপুরের মেঘনা নদীর দোকানঘর এলাকায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ চাঁদতারা-৮ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় ওই জাহাজে থাকা ৮ জন নাবিক স্থানীয় জেলেদের সহায়তায় প্রাণে রক্ষা পায়। ঘটনটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায়।