কবে খুলবে নগর ভবনের তালা, যা জানালেন ডিএসসিসি প্রশাসক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তার কর্মী-সমর্থকরা। একইসঙ্গে তারা নগর ভবনের মূল ফটকসহ বেশ কয়েকটি ভবনে তালা ঝুলিয়ে বন্ধ করে রেখেছে অনেকদিন ধরে। যার ফলে সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে নাগরিকরা।