ট্রাম্পের সঙ্গে বিবাদে মাস্কের কী লাভ, কী ক্ষতি
বর্তমান বিশ্বের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক। তাদের মধ্যে সম্পর্ক ক্রমশ তিক্ত হচ্ছে। এমনকি প্রকাশ্যেও কাদা ছোড়াছুড়িতে মেতে উঠেছেন তারা। এ নিয়েই এখন উত্তাল মার্কিন রাজনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের ঝগড়ার আবহেই শনিবার (৭ জুন) এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়ে দেন, তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তিনি এই সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না।