Web Analytics

পিলখানা হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা বলেছেন, রাওয়াতে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা খুবই অপমানজনক। পিলখানার সৈনিকরা কখনোই এই ঘটনা ঘটাতে পারে না। মঙ্গলবার তিনি বলেন, আমার রুমে গিয়েছিল হিন্দিভাষীরা। স্বামীর সঙ্গে পিলখানায় থাকা সাড়ে তিন বছরে বিডিআর-এর কোনো সদস্যকে হিন্দিতে কথা বলতে শুনি নাই। শুধুমাত্র ২৫ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে। আমার হাসব্যান্ড ফোনে বলেছিল ‘এনএসজি’ এবং ‘ইন্ডিয়ান’। তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না কারা ঘটিয়েছিল এই ঘটনা। আইএসপিআর তার বক্তৃতা প্রচারে বাঁধা দেয়, তার ছেলেকে আইএসএসবি থেকে বাদ দেওয়া হয়েছে এবং অনিরাপদ ফিল করাচ্ছে অভিযোগ করেন। তিনি তদন্ত কার্যক্রম নিয়েও সন্দিহান, অসহযোগিতা রয়েছে বলেন।

Card image

নিউজ সোর্স

সেনাপ্রধানের বক্তব্য ইস্যুতে যা বললেন শহিদ সেনাকর্মকর্তার স্ত্রী তাসনুভা

২০০৯ সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা বলেছেন, রাওয়া’তে (রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা আমাদের খুবই অপমানজনক। পিলখানার সৈনিকরা কখনোই এই ঘটনা ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।