সুমুদ ফ্লোটিলায় ২৩ মালয়েশিয়ান আটক, যে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া
গাজায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) মানবিক মিশনের অংশ হিসেবে যাত্রাকালে ইসরাইলি বাহিনী ২৩ মালয়েশিয়ান স্বেচ্ছাসেবককে আটক করেছে। এ ঘটনায় মালয়েশিয়া সরকার দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। আটককৃতদের মধ্যে গায়িকা হেলিজা হেলমি ও জিজি কিরানা, প্রভাবশালী নুরুল হিদায়াহসহ বিভিন্ন জনপরিচিত মুখও রয়েছেন।