ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি: প্রতীকী বার্তা নাকি বাস্তব পরিবর্তন?
ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্সসহ একাধিক পশ্চিমা দেশ। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহু এরইমধ্যে এ সিদ্ধান্তকে ‘হামাসের নৃশংস সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রও এ উদ্যোগের বিরোধিতা করেছে। খবর ওয়াশিংটন পোস্ট।