ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গণ-অভ্যুত্থানের ১০ মাস পরও কমেনি দুর্ভোগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার ২০৪ নম্বর ওয়ার্ডের ৩৪ নম্বর শয্যা। ক্ষতবিক্ষত মুখ নিয়ে সেখানে ব্যথায় কাতরাচ্ছিলেন ফারহানা নিশা। দুদিন ধরে ড্রেসিং না হওয়ায় রক্ত শুকিয়ে আছে মুখে। বিছানার এক কোনায় তার হাত ধরে বসে আছেন স্বামী নজরুল (ছদ্মনাম)। তার চোখে-মুখে চিন্তার ছাপ। কথা বলে জানা যায়, ঈদের পরদিন ভোলার বাপ্তা ইউনিয়ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন নিশা। স্থানীয় হাসপাতালে নিলেও পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। তবে এখানে এসেও অবস্থার খুব একটি উন্নতি হয়নি। সময়মতো চিকিৎসা দিতে আসছেন না কেউ। নার্সদের ব্যবহারও সন্তোষজনক নয়। এমনকি হাসপাতালের শয্যা পেয়েছেন এক কর্মচারীকে ৫০০ টাকা দিয়ে।