Web Analytics

অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ১০ মাস পরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুরবস্থা কাটেনি। রোগীর চাপ, জনবল সংকট ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে দুর্ভোগ চরমে। রোগীরা এক বিছানায় গাদাগাদি করে থাকছেন, কেউ কেউ ঘুষ দিয়ে শয্যা পাচ্ছেন। মে মাসে সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। জরুরি সেবা পেতে বাধা দিচ্ছে হকার ও যানবাহন। শৌচাগার ব্যবহার অনুপযোগী। অবৈধ সিন্ডিকেটও সক্রিয়। কর্তৃপক্ষ সীমিত অগ্রগতির কথা বললেও জনসেবার মান বাড়াতে জরুরি সংস্কার প্রয়োজন।

13 Jun 25 1NOJOR.COM

ঢাকা মেডিকেল সংকটে, সংস্কারের প্রতিশ্রুতির ১০ মাসেও অব্যবস্থাপনা কাটেনি

নিউজ সোর্স

n/a 13 Jun 25

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গণ-অভ্যুত্থানের ১০ মাস পরও কমেনি দুর্ভোগ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার ২০৪ নম্বর ওয়ার্ডের ৩৪ নম্বর শয্যা। ক্ষতবিক্ষত মুখ নিয়ে সেখানে ব্যথায় কাতরাচ্ছিলেন ফারহানা নিশা। দুদিন ধরে ড্রেসিং না হওয়ায় রক্ত শুকিয়ে আছে মুখে। বিছানার এক কোনায় তার হাত ধরে বসে আছেন স্বামী নজরুল (ছদ্মনাম)। তার চোখে-মুখে চিন্তার ছাপ। কথা বলে জানা যায়, ঈদের পরদিন ভোলার বাপ্তা ইউনিয়ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন নিশা। স্থানীয় হাসপাতালে নিলেও পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। তবে এখানে এসেও অবস্থার খুব একটি উন্নতি হয়নি। সময়মতো চিকিৎসা দিতে আসছেন না কেউ। নার্সদের ব্যবহারও সন্তোষজনক নয়। এমনকি হাসপাতালের শয্যা পেয়েছেন এক কর্মচারীকে ৫০০ টাকা দিয়ে।