লিবিয়া থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ২ হাজার বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফেরার জন্য ২ হাজারের বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন। পর্যায়ক্রমে এসব বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হবে।
লিবিয়ায় কর্মরত দুই হাজারের বেশি বাংলাদেশি দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন বলে জানায় ত্রিপলির বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূত মেজর জেনারেল খায়রুল বাশারের নেতৃত্বে মিসরাতায় গণশুনানিতে এসব তথ্য জানানো হয়। দূতাবাসের পক্ষ থেকে ই-পাসপোর্ট চালু, নিরাপত্তা নিশ্চিতকরণ, আকামা নবায়ন, বৈধ রেমিট্যান্স ও অবৈধ অভিবাসন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। গত দেড় বছরে আইওএমের সহায়তায় ৫,৫০০ অভিবাসীকে ফেরানো হয়েছে। নতুন নিবন্ধিতদেরও পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠানো হবে।
লিবিয়া থেকে দেশে ফেরার জন্য ২ হাজারের বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন। পর্যায়ক্রমে এসব বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হবে।