শীর্ষ ১০ সেমিকন্ডাক্টর কোম্পানির তালিকায় নেই ইন্টেল: সিইও
গত কয়েক বছরে খারাপ সময় পার করছে এক সময়ের শীর্ষ চিপ নির্মাতা ইন্টেল। একের পর এক পরিকল্পনা ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়ছে বলেই মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী শীর্ষ ১০ সেমিকন্ডাক্টর কোম্পানির মধ্যে এখন আর নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাহী (সিইও) লিপ-বু টান। খবর টমস হার্ডওয়্যার।