গাজায় মানবিক সহায়তা বন্ধ করা ‘লজ্জাজনক কেলেঙ্কারি’: ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজা উপত্যকায় চলমান মানবিক সহায়তা বন্ধ করে দেওয়াকে ‘একটি লজ্জাজনক কেলেঙ্কারি’ এবং ‘নিন্দনীয় ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গাজায় অবিলম্বে মানবিক সহায়তার পথ উন্মুক্ত করতে হবে এবং সেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।