হাসনাতের ওপর হামলা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। গাজীপুর এনসিপির সদস্য আল আমিন বাদী হয়ে সোমবার বিকালে বাসন থানায় এই মামলা করেন। মামলায় হাসনাতকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। রোববার রাতে হামলার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫৪ জনকে আটক করেছে। এদের মধ্যে ৪৩ জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।