Web Analytics

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর তারা সরাসরি গুলি চালিয়েছে। আর এই ছাত্রলীগদের পুনর্বাসন করছে ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। তিনি বলেন, বাংলা কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাকিব ছাত্রলীগের একজন কর্মীকে ছাড়াতে পুলিশের কাছে গিয়েছিলেন। এর মাধ্যমে আমরা কী বুঝতে পারি? তারাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। ছাত্রদল সভাপতি বলেন, বর্তমান জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগ করার প্রমাণ আমাদের কাছে রয়েছে। ঢাবি ছাত্রশিবিরের সভাপতি সরাসরি ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এছাড়া তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির ছাত্রত্ব না থাকা নিয়েও প্রশ্ন তুলেন।

27 Jun 25 1NOJOR.COM

ছাত্রলীগের পুনর্বাসনের জন্য কাজ করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ: ছাত্রদলের সভাপতি রাকিব

নিউজ সোর্স

‘ছাত্রলীগ পুনর্বাসনে কাজ করছে শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রলীগের পুনর্বাসনের জন্য কাজ করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।