Web Analytics

রাঙ্গামাটির ফিশারিঘাট এলাকায় লেকভিউ গার্ডেনে উদ্ভিদ জরিপ শুরু করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। কার্যক্রমটি উদ্বোধন করেন সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। ফিশারিঘাট থেকে পুরনো বাসস্ট্যান্ড সংযোগ সড়কের পাশে ৬৫০ মিটার দীর্ঘ এ গার্ডেনটি তৈরি করা হচ্ছে। জরিপে পুরনো ও নতুন সৃজিত গাছপালা অন্তর্ভুক্ত করা হয়েছে। গার্ডেনটিতে দুই শতাধিক উদ্ভিদের সংগ্রহশালা তৈরি করেছে সওজ, যার মাধ্যমে এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।

11 Jul 25 1NOJOR.COM

রাঙ্গামাটির লেকভিউ গার্ডেনে উদ্ভিদ জরিপ শুরু

নিউজ সোর্স

রাঙ্গামাটিতে উদ্ভিদ জরিপ

রাঙ্গামাটিতে শুরু হয়েছে উদ্ভিদ জরিপ। গতকাল সকালে শহরের ফিশারিঘাট সওজ লেকভিউ গার্ডেনে জরিপের কাজ শুরু হয়। এ কার্যক্রম উদ্বোধন করেছেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। ফিশারিঘাট-পুরনো বাসস্ট্যান্ড সংযোগ সড়কের পাশে ৬৫০ মিটার দৈর্ঘ্যের সওজ লেকভিউ গার্ডেন নির্মাণ করছে সড়ক বিভাগ। সেখানে সৃজিত বাগানে আগে থাকা ও নতুন সৃজিত উদ্ভিদ নিয়ে জরিপের কাজ করছে দপ্তরটি। গার্ডেনে দুই শতাধিক প্রজাতির উদ্ভিদের সংগ্রহশালা গড়ে তুলে সওজ।