রাঙ্গামাটিতে উদ্ভিদ জরিপ
রাঙ্গামাটিতে শুরু হয়েছে উদ্ভিদ জরিপ। গতকাল সকালে শহরের ফিশারিঘাট সওজ লেকভিউ গার্ডেনে জরিপের কাজ শুরু হয়। এ কার্যক্রম উদ্বোধন করেছেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। ফিশারিঘাট-পুরনো বাসস্ট্যান্ড সংযোগ সড়কের পাশে ৬৫০ মিটার দৈর্ঘ্যের সওজ লেকভিউ গার্ডেন নির্মাণ করছে সড়ক বিভাগ। সেখানে সৃজিত বাগানে আগে থাকা ও নতুন সৃজিত উদ্ভিদ নিয়ে জরিপের কাজ করছে দপ্তরটি। গার্ডেনে দুই শতাধিক প্রজাতির উদ্ভিদের সংগ্রহশালা গড়ে তুলে সওজ।