নরসিংদীর ঘোড়াশালে ৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা ও আশপাশের এলাকা
বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায় এবং এর গভীরতা ছিল প্রায় ৬ দশমিক ২ মাইল। সাম্প্রতিক দিনগুলোতে ঢাকায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে।