ভয়াবহ বেকারত্বে ভুগছে ইন্দোনেশিয়া, তরুণ ৪.৪ কোটি
বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর আন্দ্রেয়াস হুটাপেয়া ধারণা করেছিলেন, একটি স্থায়ী চাকরি পাওয়া তার জন্য খুব একটা কঠিন হবে না। কিন্তু বাস্তবতা ছিল তার ঠিক বিপরীত। হুটাপেয়া একের পর এক চাকরির আবেদন করেও প্রত্যাখ্যাত হতে থাকেন।