১৫ নির্বাচিত স্টার্ট আপ প্রকল্প উপস্থাপন
ঢাকায় শনিবার ডিজিটাল ইনোভেশন সামিটের আয়োজন করে এলথ্রিএডি। ‘মেধা পাচারের বিপরীতে ডিজিটাল উদ্ভাবনের গুরুত্ব’ শীর্ষক এ সামিটে দেশ-বিদেশের প্রায় কয়েকশ ব্যবসায়ী, প্রধান নির্বাহী, প্রযুক্তিবিদ, উদ্যেক্তা ও বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। এতে ১৫টি নির্বাচিত স্টার্ট আপ প্রকল্প সরাসরি উপস্থাপন করা হয়। যাতে প্রবাসী সাইবার সিকিউরিটি ও এআই, ফিনটেক এবং হেলথটেকসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ তাদের দেওয়া হয়।