দুই দিনে শেষ হওয়া অ্যাশেজ টেস্টের সেই পিচ নিয়ে যা বলল আইসিসি
অ্যাশেজের প্রথম টেস্টে পার্থে বল হয়েছে মাত্র ৮৪৭টি। সব মিলিয়ে দেড় দিনেরও কম সময় খেলা হয়েছে এই ম্যাচে। এই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টীকাটিপ্পনীও কম কাটা হয়নি। তবে এবার আইসিসি মুখ খুলল এই পিচ নিয়ে। ম্যাচের পিচ কেমন ছিল, তা জানিয়েছে এক আনুষ্ঠান