চীনকে ঠেকাতে ফিলিপাইনকে যুদ্ধজাহাজ দিচ্ছে জাপান
দক্ষিণ ও পূর্ব চীন সাগরে বেইজিংয়ের সামরিক আধিপত্য মোকাবেলায় জাপান তাদের ব্যবহৃত ছয়টি যুদ্ধজাহাজ ফিলিপাইনকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে জাপানি দৈনিক ইয়োমিউরি। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দুই ঘনিষ্ঠ মিত্র জাপান ও ফিলিপাইনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।