গাজীপুরে বিএনপি নেতার গাড়ি বিক্রির টাকাকে ‘চাঁদা আদায়ে’র ভিডিও বলে প্রচার
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর-২ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. শওকত হোসেন সরকার-এর গাড়ি বিক্রির টাকাকে ‘চাঁদা আদায়’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনাকে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার আখ্যা দিয়ে প্রতিবাদে শুক্রবার রাতেই শহরজুড়ে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। শনিবারও মহানগরের বিভিন্ন থানায় টানা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।