ব্যথা-স্পর্শ অনুভব করবে রোবট, মানবসদৃশ কৃত্রিম ত্বক তৈরির দাবি বিজ্ঞানীদের
নতুন এক ধরনের ইলেকট্রিক স্কিন বা বৈদ্যুতিক ত্বক তৈরি করেছেন বিজ্ঞানীরা। কৃত্রিম এ ত্বকের সাহায্যে রোবটরা স্পর্শ, তাপমাত্রা পরিবর্তন ও ব্যথার মতো অনুভূতি অনুভব করতে পারবে বলে দাবি তাদের। প্রযুক্তিটি নিয়ে কাজ করছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউএলসি) ও ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের গবেষকরা। নমনীয় জেলাটিন-ভিত্তিক পদার্থ থেকে তৈরি এ ত্বকে একক ‘মাল্টি-মোডাল’ সেন্সর ব্যবহার করা হয়েছে, যা বিভিন্ন বাহ্যিক উদ্দীপনা শনাক্ত করতে পারে। তবে ইউএলসির রোবোটিকস ও এআই বিশেষজ্ঞ থমাস জর্জ থুরুথেল বলছেন, ‘রোবোটিক স্কিন এখনো মানুষের ত্বকের মতো নিখুঁত নয়। কিন্তু প্রযুক্তিটি বর্তমানে যেকোনো অন্য প্রযুক্তির থেকে উন্নত।’ খবর লাইভ সায়েন্স