বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক বিদেশে যেতে ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার তরুণ সারোয়ার হোসেন রাব্বি বিদেশে যেতে ঋণ না পেয়ে এক অদ্ভুত উপায়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি মাইক ভাড়া করে অশালীন ভাষায় এলাকাবাসীকে গালাগাল করেন এবং সেই ভিডিও নিজেই ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। রাব্বি জানান, সৌদি আরবে যেতে গত কয়েক মাস ধরে চেষ্টা করেও প্রয়োজনীয় ১ লাখ টাকা না থাকায় তিনি যেতে পারছেন না। স্থানীয় কিছু মানুষ তার সম্পর্কে নেতিবাচক কথা বলে ঋণ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেও ঋণ নিতে গেলে তাকে ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়। পরে নিজের পোস্টে তিনি দুঃখ প্রকাশ করে লেখেন, “আমি খারাপ ভাষায় গালাগাল করেছি, কিন্তু এর পেছনে ছিল প্রচণ্ড কষ্ট ও হতাশা।” রাব্বির এক ছোট ছেলে রয়েছে, তার ভবিষ্যতের জন্যই তিনি বিদেশ যেতে চেয়েছিলেন।
হোসেনপুরে মাইক ভাড়া করে ক্ষোভ প্রকাশ করছেন তরুণ সারোয়ার হোসেন রাব্বি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক বিদেশে যেতে ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।