পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী
বিশ্বখ্যাত দার্শনিক ও কবি আল্লামা ইকবালের জীবন নিয়ে নির্মাণে এক হচ্ছে পাকিস্তান ও ইরান। দুই দেশের যৌথ উদ্যোগে একটি নাটক নির্মাণের সম্ভাবনা দেখা দিয়েছে। গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং ইরানের গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।