হিউম্যান রাইটস ওয়াচ : নির্যাতনের পর ভারত রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠাচ্ছে
ভারতে আশ্রয় নেয়া অনেক রোহিঙ্গাকে নির্যাতন ও বিতাড়নের অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দাবি করা হয়, ২০২৫ সালের মে মাস থেকে ভারতীয় কর্তৃপক্ষ বহু জাতিগত রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে কোনো অধিকার সুরক্ষা ছাড়াই জোরপূর্বক ঠেলে দিয়েছে। শত শত রোহিঙ্গাকে নির্বিচারে আটক করেছে এবং তাদের মধ্যে অনেককে নির্যাতনও করেছে।