বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জামায়াত আমিরের
দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি সরকারের প্রতি দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান জানান এবং জামায়াতের নেতাকর্মীসহ সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান মানুষদের দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলার বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের।
দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।