দুই বছর পর আইফোন বিক্রি বেড়েছে চীনে
টানা দুই বছর পর চীনে আবারো আইফোন বিক্রিতে প্রবৃদ্ধি দেখল টেক জায়ান্ট অ্যাপল। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে চীনে আইফোনের বিক্রি ৮ শতাংশ বেড়েছে। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর সিএনবিসি।