Web Analytics

বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতাকে স্মরণ করে বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ইব্রাহিম স্যার সম্পর্কে বই লিখলেও শেষ হবে না। ঢামেকের ক্লাসরুমে যারা তাকে তার কাজ নিয়ে টিটকারি করেছেন তাদেরকে কেউ মনে রাখেনি। কিন্তু ইব্রাহিম স্যার পৃথিবীর সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা দানকারী অলাভজনক প্রতিষ্ঠান সৃষ্টি করে গেছেন। আমাদের দেশের প্রতিযোগিতামূলক পরিবেশ আমাদেরকে কেবল একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত করে। জ্ঞান বা সাফল্যকে সবার সঙ্গে ভাগাভাগি করার মানসিকতা এখানে কম। হাসপাতালের টিমগুলোর মাঝে সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলার জন্য এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বারডেম সেবার দান ও মানের ক্ষেত্রে উদাহরণ তৈরি করছে।

Card image

নিউজ সোর্স

সাফল্যকে সবার সঙ্গে ভাগাভাগি করার মানসিকতা এদেশে কম

জ্ঞান বা সাফল্যকে সবার সঙ্গে ভাগাভাগি করার মানসিকতা এদেশে কম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।