Web Analytics

ঘূর্ণিঝড় ‘শক্তি’র এক মাস পরেও ভোলা চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের একমাত্র ইটের সড়কটি মেরামত হয়নি। দুই কিলোমিটার দীর্ঘ এই সড়ক ভেঙে যাওয়ায় বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালমুখী যাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় পণ্য বহনে নারী-শিশুদের দুর্ভোগ আরও বেড়েছে। বিদ্যুৎ না থাকায় রাতে চলাচল ভয়ংকর হয়ে উঠছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো এখনো কার্যকর পদক্ষেপ নেয়নি; বরাদ্দের অপেক্ষায় রয়েছে স্থানীয় প্রশাসন।

08 Jul 25 1NOJOR.COM

ঘূর্ণিঝড় ‘শক্তি’র এক মাস পরেও ভোলা চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের একমাত্র ইটের সড়কটি মেরামত হয়নি।

নিউজ সোর্স

‘শক্তির' প্রভাবে ভেঙে যাওয়া সড়কটি এক মাসেও মেরামত হয়নি

গত ২৯ মে ঘূর্ণিঝড় ‘শক্তির' প্রভাবে ভেঙে যাওয়ার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপচর ইউনিয়ন ঢালচরের একমাত্র ইটের সড়ক এখনও মেরামত করা হয়নি। এর মাঝে একটি মাস চলে গেছে। উপজেলা থেকে বিচ্ছিন্ন ও মেঘনা নদীর মাঝে এ ইউনিয়নটিতে এখন আর কোনো পাকা সড়ক নেই। ফলে একমাত্র ইটের সড়কটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।