‘শক্তির' প্রভাবে ভেঙে যাওয়া সড়কটি এক মাসেও মেরামত হয়নি
গত ২৯ মে ঘূর্ণিঝড় ‘শক্তির' প্রভাবে ভেঙে যাওয়ার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপচর ইউনিয়ন ঢালচরের একমাত্র ইটের সড়ক এখনও মেরামত করা হয়নি। এর মাঝে একটি মাস চলে গেছে। উপজেলা থেকে বিচ্ছিন্ন ও মেঘনা নদীর মাঝে এ ইউনিয়নটিতে এখন আর কোনো পাকা সড়ক নেই। ফলে একমাত্র ইটের সড়কটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।