বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই
বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার আকুতি জানিয়েছেন জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন।
ট্রাইব্যুনাল- ২ এ শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় শহীদ পিতা মকবুল হোসেন বলেন, জীবিত অবস্থায় ছেলের চাকরি দেখে যাওয়ার কথা ছিল। তা দেখি নাই। এখন জীবিত অবস্থায় ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই। মকবুল হোসেন ছাড়াও এনটিভির রংপুর প্রতিনিধি এ কে এম মঈনুল হক এবং ক্যামেরাপারসন আসাদুজ্জামান আরমান সাক্ষ্য দিয়েছেন। গতকাল বুধবার এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের সময় ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানান চিফ প্রসিকিউটর। ব্রিফিংয়ে তিনি বলেন, এই বিচার শুধু একটা বিচারই নয়, বরং এই রাষ্ট্র ও জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য এই বিচারটা যে প্রয়োজন সেই কথাগুলো আমরা আদালতে তুলে ধরেছি।
বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার আকুতি জানিয়েছেন জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন।