কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত
কুমিল্লায় চারজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। একজন নারী চিকিৎসক এবং তিনজন পুরুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত তিনদিনে তারা আক্রান্ত হন।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আলী নূর বশির জানান, গত তিন দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে চারজনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি এক রোগী নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে একজন নারী চিকিৎসকও রয়েছেন। তিনি বলেন, এখন থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
কুমিল্লায় চারজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। একজন নারী চিকিৎসক এবং তিনজন পুরুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত তিনদিনে তারা আক্রান্ত হন।