মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে
মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ক্ষয়ক্ষতির মাত্রা পুরোপুরি বোঝা যাচ্ছে না এখনও।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মরণকালের নির্মম ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানামারে জরুরি স্বাস্থ্যসেবা দিতে ও উদ্ধার তৎপরতা চালাতে রোববার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এতে বলা হয়, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে রোববার মিয়ানমারে যাচ্ছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল। উল্লেখ্য, শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া হিসাবে দেশটিতে নিহতের সংখ্যা ১৬শ ছাড়িয়ে গেছে। আহত মানুষের সংখ্যা ৩ হাজার ৪০০ জনেরও বেশি।
মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ক্ষয়ক্ষতির মাত্রা পুরোপুরি বোঝা যাচ্ছে না এখনও।
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানামারে জরুরি স্বাস্থ্যসেবা দিতে ও উদ্ধার তৎপরতা চালাতে রোববার (৩০ মার্চ) যাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।