মার্কিন অর্থনীতির দুর্বলতা ও ট্রাম্পের শুল্কনীতির অভিঘাত : বিশ্বজুড়ে সরকারি বন্ডের বিক্রয় চাপ বাড়ছে
বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্র। দেশটির ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও সুদহারের মধ্যকার টানাপড়েন এখন গোটা বৈশ্বিক অর্থনীতিতেই প্রভাব ফেলতে শুরু করেছে। উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি, সরকারি ঋণের ঊর্ধ্বমুখিতা ও ফেডের নীতিসিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নিয়ে। দেশটির অর্থনীতির সুচকগুলোও খুব একটা স্বাভাবিক আচরণ করছে না। বিশ্বের বিভিন্ন দেশেই এখন যুক্তরাষ্ট্রের এ পরিস্থিতির পুনরাবৃত্তির জোর আশঙ্কা দেখা দিয়েছে। নানামুখী অনিশ্চয়তার প্রেক্ষাপটে এসব দেশে এখন সরকারি বন্ড থেকে বিনিয়োগ প্রত্যাহারের প্রবণতা বাড়ছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি বন্ডের বিক্রয় চাপও এখন ক্রমেই বেড়ে চলেছে। খবর আনাদোলু।