Web Analytics

গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বর্তমানে স্লোগানে উত্তাল শাহবাগ। এরমধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী লিখেছেন, বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহীদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়। আরেক ফেসবুক পোস্টে হাদি লিখেছেন, যেই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান, সেই শাহবাগেই তার কবর রচিত হবে। ইনশাআল্লাহ্। শাহবাগে আন্দোলনকারীদের আওয়ামী, ফ্যাসিবাদ ও দিল্লি বিরোধী স্লোগানের উৎসবে মেতে উঠতে দেখা গেছে।

09 May 25 1NOJOR.COM

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ: হাদি

নিউজ সোর্স

RTV 09 May 25

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ: হাদি

গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বর্তমানে স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ‘নাহিদ-আক্তার আসছে, রাজপথ কাঁপছে’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘২৪ বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘লীগ ধর, জেলে ভর’,  ‘মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দিচ্ছেন।