Web Analytics

পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত বুধবার (২১ জানুয়ারি ২০২৬) ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেয় এবং মোট ২০ লাখ টাকা জরিমানা আদায় করে। খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কুমিরাদহ এলাকায় দুটি ও দুধসর এলাকায় দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, খুলনা বিভাগীয় পরিচালকের সার্বিক নির্দেশনায় ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয় এবং মালিকদের কাছ থেকে আর ইটভাটা না চালানোর মুচলেকা নেওয়া হয়। এস্কেভেটরের সাহায্যে চিমনিগুলো ভেঙে ফেলা হয়।

অভিযান চলাকালে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমানসহ অন্যান্য কর্মকর্তা, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

22 Jan 26 1NOJOR.COM

ঝিনাইদহে চার অবৈধ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা ও চিমনি ভাঙা হয়েছে

নিউজ সোর্স

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ইটভাটাকে ২০ লাখ টাকা জ‌রিমানা | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ২২: ০০
উপজেলা প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহে ৪টি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪টি ইটভাটাকে মোট ২০ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন পরিবেশ অধিদপ্তর