Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাঙামাটিতে পদযাত্রা কর্মসূচির সমাবেশে মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ের দাবি জানান। তিনি বলেন, পুরানো সংবিধানে সব জনগোষ্ঠী অন্তর্ভুক্ত নয়, তাই নতুন সংবিধানে সকল জাতিগোষ্ঠীর অংশীদারি প্রয়োজন। নাহিদ বলেন, আমরা পদযাত্রা নিয়ে প্রতিটি সম্প্রদায়, জাতিগোষ্ঠীর কাছে প্রত্যেক জনপদে যাচ্ছি। পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, অশান্তি জিইয়ে রেখে কিছু গোষ্ঠী নিজেদের সুবিধা ও স্বার্থ হাসিল করে নিতে চায়। সেই সুযোগ দিতে চাই না! নাহিদ পার্বত্য চট্টগ্রামে বিভাজন ও অশান্তি দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা দুর্নীতিবাজদের পার্বত্য এলাকায় বদলি করার প্রবণতার সমালোচনা করে শাস্তির দাবি তোলেন।

20 Jul 25 1NOJOR.COM

আমরা পদযাত্রা নিয়ে প্রতিটি সম্প্রদায়, জাতিগোষ্ঠীর কাছে প্রত্যেক জনপদে যাচ্ছি। পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, অশান্তি জিইয়ে রেখে কিছু গোষ্ঠী নিজেদের সুবিধা ও স্বার্থ হাসিল করে নিতে চায়। সেই সুযোগ দিতে চাই না: নাহিদ

নিউজ সোর্স