Web Analytics

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকার যদিও দেরি করেছে তারপরও নির্বাচনমুখী হয়েছে। তিনি বলেন, ভোট দেবে সন্দীপে প্রার্থীরা থাকবে মালদ্বীপে এই হলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি মানুষ বুঝেও না, খায়ও না, বিশ্বাসও করে না। তিনি বলেন, তাদের চরিত্র মানুষ ৪৭ সালেও দেখেছে এবং পাকিস্তানের সময়ও দেখেছেন। তারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধীতা করে যুদ্ধ করল। তারা আল শামস আল বদর গঠন করে আমাদের দেশের মানুষের ওপর নির্যাতন করেছে। আরো বলেন, পাকিস্তানের সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনের পরে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় এদেশের মানুষের মাঝে সাহস যুগিয়েছিল। টুকু বলেন, শেখ হাসিনার পুঁজি ছিল ৭১ ও মুক্তিযুদ্ধ। সেই একাত্তরকে শেখ হাসিনা এমন একটা পর্যায়ে নিয়ে এসেছিল যারা আজকে মুক্তিযুদ্ধে বিরোধীতা করেছিল তারা আজকে মুক্তিযুদ্ধ নিয়ে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে। ২৪ গণঅভ্যুত্থানকে অনেকেই বলার চেষ্টা করে দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বুঝতে হবে সন্তান জন্ম একবার নেয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে সেটা স্বাধীনতা। ২৪ শে বাংলাদেশ গণতন্ত্রের পথে মুক্ত হয়েছে। ২৪ ছিল হাসিনার মতো শ্রেষ্ঠ ঘৃণিত খুনিকে উৎখাত করার আন্দোলন।

24 Aug 25 1NOJOR.COM

২৪ গণঅভ্যুত্থানকে অনেকেই বলার চেষ্টা করে দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বুঝতে হবে সন্তান জন্ম একবার নেয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে সেটা স্বাধীনতা: টুকু

নিউজ সোর্স

পিআর পদ্ধতি মানুষ বুঝে না, বিশ্বাসও করে না: টুকু

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকার যদিও দেরি করেছে তারপরও নির্বাচনমুখী হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এটা নিয়ে নানারকম কথা হচ্ছে।