Web Analytics

ইসরাইলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে, গাজা উপত্যকায় ১৩ ডিসেম্বরের হামলায় নিহত হামাসের এক আর্থিক কর্মকর্তাকে তারা শনাক্ত করেছে। ওই হামলায় হামাসের সামরিক কমান্ডার রায়েদ সাদও নিহত হন। ইসরাইলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ অভিযানে তারা একই গাড়িতে অবস্থানকালে নিহত হন। ইসরাইলের দাবি, রায়েদ সাদ ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিখাই আদ্রেয় জানান, নিহত কর্মকর্তা জাকুত হামাসের সশস্ত্র শাখার আর্থিক বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং গত এক বছরে সংগঠনের জন্য কয়েক মিলিয়ন ডলার সংগ্রহ ও স্থানান্তরে যুক্ত ছিলেন। হামাস নেতা খলিল আল-হাইয়া রায়েদ সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও জাকুতের নাম উল্লেখ করেননি।

এই ঘোষণা এমন সময়ে এলো, যখন ১০ অক্টোবর থেকে কার্যকর ভঙ্গুর যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও হামাস পরস্পরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ করছে। ঘটনাটি ইসরাইলের হামাসের আর্থিক ও সামরিক কাঠামো লক্ষ্যবস্তু করার কৌশলকে আরও স্পষ্ট করেছে।

25 Dec 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় নিহত হামাসের আর্থিক কর্মকর্তা ও কমান্ডার রায়েদ সাদ শনাক্ত

নিউজ সোর্স

ইসরাইলের হামলায় গাজায় হামাসের আর্থিক কর্মকর্তা নিহত | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯: ০৫
আমার দেশ অনলাইন
ইসরাইলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে, তারা দুই সপ্তাহ আগে গাজা উপত্যকায় হামলায় নিহত হামাসের এক কর্মকর্তাকে শনাক্ত করেছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ১৩ ডিসেম্বরের ওই হামলায়