রমজান ঘিরে ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে ১৭% | আমার দেশ
রোহান রাজিব আগামী রমজান ঘিরে দেশে ৯ ধরনের ভোগ্যপণ্য আমদানি গড়ে প্রায় ১৭ শতাংশ বেড়েছে। আমদানি বৃদ্ধি পাওয়া এসব পণ্যের তালিকায় রয়েছে চিনি, সয়াবিন তেল, ডালজাতীয় পণ্য ছোলা, মটর ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও খেজুর। পণ্যভেদে কোনো কোনোটির আমদানি বেড়েছে ২৯৪ শতাংশ