ইসরাইলের হামলা বন্ধ না হলে কোনো আলোচনা হবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরাইলের হামলা অব্যাহত থাকায় ইরান এই মুহূর্তে কারও সঙ্গে কোনো আলোচনার জন্য প্রস্তুত নয়। পরমাণু ইস্যুতে জেনেভায় ইউরোপীয় নেতাদের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকের আগে শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে এ কথা জানিয়েছেন ইরানের এই শীর্ষ কূটনীতিক। খবর আল-বিবিসির।