Web Analytics

গুলিস্তান আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান চৌধুরী জানান, মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ চলাকালে গেটের বাইরে প্রচুর আগ্রহী দর্শক ভেতরে যাওয়ার আশায় ভিড় করছিলেন। যাদের অধিকাংশের কাছেই টিকিট ছিল না। যৌথ বাহিনী তাদের বারবার মৌখিকভাবে সতর্ক করছিলেন যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। তিনি বলেন, সেখানে মব সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করতে হয়। এরই মাঝে দুঃখজনকভাবে একজন সেনাসদস্য এক পতাকা বিক্রেতার ওপর লাঠিচার্জ করেন। আরও বলেন, ঘটনাটি সেনাবাহিনীর নজরে আসার সঙ্গে সঙ্গেই পতাকা বিক্রেতাকে খুঁজে বের করা হয়। এ বিচ্ছিন্ন ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়। সেইসঙ্গে তার প্রতি সমবেদনার স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনীর পক্ষ থেকে ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

Card image

নিউজ সোর্স

লাখ টাকা উপহার পেলেন পতাকা বিক্রেতা হান্নান

জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালে মঙ্গলবার গেটের বাইরে ভুলবশত পতাকা বিক্রেতা হান্নানের ওপর লাঠিচার্জ করেন এক সেনাসদস্য। এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ ও তার প্রতি সমবেদনার স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনীর পক্ষ থেকে বুধবার ১ লাখ টাকা তাকে অনুদান দেওয়া হয়।