৯ মাসে ৮০ হাজার ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
অভিবাসননীতি আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন গত ৯ মাসে ৮০ হাজার নন–ইমিগ্র্যান্টের ভিসা বাতিল করেছে। অনেকেরই বৈধ খণ্ডকালীন ভিসা থাকলেও নানা অপরাধ ও নিয়মভঙ্গের কারণে বাতিল করা হয়েছে তাদের ভিসা।