Web Analytics

Restart Israel নামক প্ল্যাটফর্মে চলমান একাধিক অনলাইন পিটিশনে ইতোমধ্যেই সই করেছেন ১ লাখ ২৮ হাজারেরও বেশি ইসরাইলি নাগরিক। তাদের মূল দাবি— গাজায় বন্দি থাকা ইসরাইলি নাগরিকদের ফিরিয়ে আনতে যদি যুদ্ধ থামাতে হয়, তাও মেনে নেওয়া হবে। তারা যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নতুন করে অন্তত চারটি পিটিশন যুক্ত হওয়ায় মোট পিটিশনের সংখ্যা এখন ৪৭। পিটিশনে স্বাক্ষরকারীদের মধ্যে শুধু সাধারণ ইসরাইলি নাগরিকই নন, রয়েছেন ১১ হাজারের বেশি রিজার্ভ ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যও। তারা অন্তত ২০টি পিটিশনে স্বাক্ষর করেছেন। এতে সরকার বরখাস্তের হুমকি দিয়েছে!

Card image

নিউজ সোর্স

যুদ্ধ থামাতে অনলাইন পিটিশনে নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান ১ লাখ ২৮ হাজার ইসরাইলির

একটি যুদ্ধ যে কতদূর গড়াতে পারে এবং সেই যুদ্ধ যখন বন্দিদের ফিরিয়ে আনার পথ রুদ্ধ করে ফেলে—তখন কি দেশপ্রেম আর যুদ্ধপ্রেম এক জায়গায় দাঁড়ায়? খোদ ইসরাইলের ভেতরেই এখন এ প্রশ্নটিই তোলপাড় সৃষ্টি করছে। যার জবাবও মিলছে ইসরাইলিদের থেকেই।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।