Web Analytics

আমরণ অনশনে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন কুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস আকতার। তিনি বলেন, ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবো বলে তাদের আশ্বস্ত করেছি। খাবারের সমস্যা আছে। খাবারের ব্যবস্থা করার কথা বলেছি। সহকারী অধ্যাপক রাজু আহমেদ বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছে সে ব্যাপারে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। মামলার বাদীর সঙ্গে আলোচনা করে মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে কুয়েট প্রশাসনের কোনো ইন্ধন নেই।

Card image

নিউজ সোর্স

RTV 21 Apr 25

আলোচনায় সংকট সমাধানের আহ্বান কুয়েট প্রশাসনের

আমরণ অনশনে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস আকতার।