স্টারমারের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন ড. ইউনূস
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে আছেন। তিনি শেখ হাসিনার আমলে পাচার হওয়া বিলিয়ন ডলার উদ্ধারে সহায়তা চাচ্ছেন। তবে তার সাক্ষাতের অনুরোধে এখনও সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। ইউনূস বলেন, যুক্তরাজ্যের নৈতিক ও আইনি দায়বদ্ধতা রয়েছে সহায়তার, কারণ চুরি যাওয়া টাকার বড় অংশ দেশটিতে রয়েছে। তিনি আশাবাদী যে ব্রিটেন এই "চুরি যাওয়া অর্থ" ফেরাতে সহযোগিতা করবে।
যুক্তরাজ্য সফরে ইউনূসের সাক্ষাতের অনুরোধে এখনও সাড়া দেননি স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।