মেহেরপুর সীমান্তে ৮ জনকে পুশইন
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে বিএসএফ। পুশইন করা ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন থেকে ভারতের বিভিন্ন স্থানে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এক বছর আগে তাদের আটক করে কারাগারে প্রেরণ করে। বুধবার তারা কারামুক্ত হলে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ বন্দুকের নলের মুখে তাদের সীমান্তের গেট দিয়ে ঠেলে দেয়, সেখান থেকে বের হয়ে আসার সময় বিজিবি আটক করে। এ নিয়ে বিজিবির সুবেদার বাশারুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে।
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।